Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরভাড়া নিয়ে হাতাহাতিতে একজনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ২৩:১৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে ঘরভাড়া নিয়ে ঝগড়ার মধ্যে বাড়ি মালিকের লোকজনের সঙ্গে ‘হাতাহাতিতে’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

সোমবার (১১ মার্চ) নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগের মোমিনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন চৌধুরী (৩৮) মোমিনবাগ এলাকায় নাছিমা আক্তার নামে এক নারীর বাসায় ভাড়া থাকতেন।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জেনেছি, গত চার বছর ধরে নয়নের ঘর ভাড়া বকেয়া ছিল। সেটা আদায়ের জন্য সোমবার বাড়িওয়ালার জামাতা হোসাইনুল লোকজন নিয়ে নয়নের ঘরে যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।’

তিনি আরও বলেন, ‘হাতাহাতির মধ্যেই নয়নের তলপেটে আঘাত লাগে। এতে তার মূত্রনালী ফেটে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি জানান, অভিযোগ পেয়ে পুলিশ বাড়িওয়ালার জামাতা হোসাইনুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

ঘরভাড়া মৃত্যু হাতাহাতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর