Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ প্রতিমন্ত্রী সঙ্গে এএএমসিএমএফ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ২২:৪৫

ঢাকা: নব-নিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ড খাতের একমাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অফ এসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ)।

সোমবার (১১ মার্চ) এএএমসিএমএফ-এর একদল প্রতিনিধি সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসান ইমামের নেতৃত্বে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এমপি’র সাথে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুল দ্বারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

এ সময় এএএমসিএমএফ-এর প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি তুলে ধরে এর উন্নয়ন ও অগ্রগতিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভূমিকার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। অর্থ প্রতিমন্ত্রী এএএমসিএমএফ প্রতিনিধিদের কথা অত্যান্ত মনোযোগ সহকারে শুনেন এবং পুঁজিবাজারের উন্নয়নে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অন্যান্যদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরী, আরিফ খান এফসিএমএ, মনিজা চৌধুরী, সাবিরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/একে

অর্থ প্রতিমন্ত্রী এএএমসিএমএফ বৈঠক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর