Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাফিলতির প্রমাণ মেলেনি, এসপি জাহাঙ্গীরকে দায় থেকে অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ২১:০৯ | আপডেট: ১২ মার্চ ২০২৪ ০০:২৯

ঢাকা: ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বিভাগীয় দায় থেকে অব্যাহতি পেয়েছেন।

সোমবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা-১ এর জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ অব্যাহতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদফতরে সংযুক্ত এবং ফেনীর সাবেক পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ, লিখিত জবাব, ব্যক্তিগত শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন এবং পুনঃতদন্ত প্রতিবেদনে দেওয়া মতামত, প্রাসঙ্গিক অন্য গুরুত্বপূর্ণ দলিলপত্র পর্যালোচনা মোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০১৯ সালে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ার পর ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

 

সারাবাংলা/ইউজে/একে

জাহাঙ্গীর আলম টপ নিউজ নুসরাত হত্যাকাণ্ড ফেনী ফেনীর পুলিশ সুপার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর