আতর-তসবি-জায়নামাজ বিক্রির ধুম [ছবি]
১১ মার্চ ২০২৪ ২০:৪৬ | আপডেট: ১১ মার্চ ২০২৪ ২২:০১
রোজার আগের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে আতর-তসবি-জায়নামাজ বিক্রির ধুম।
দেশি ব্র্যান্ডের পাশাপাশি দুবাই, সৌদি, ফ্রান্স, ভারত ও পাকিস্তানের আতরের চাহিদাও বেশি। এ সব আতরের দাম ৩৫০ থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত।
জায়নামাজ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ১০০০ টাকা দামে। সুরমাদানি বিক্রি হচ্ছে ১০০ থেকে ৬০০ টাকা দামে। এ ছাড়া রকমভেদে তসবি বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে সারাবাংলার স্টাফ ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদের তোলা ছবি