Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় ট্রাকচাপায় ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ১৭:১১ | আপডেট: ১১ মার্চ ২০২৪ ১৯:৩৪

নাটোর: সিংড়ায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দূর্গাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- অটোচালক রাব্বি (২৫), যাত্রী ইমরান হোসেন (২২) ও হোসনেয়ারা (৩৫)। নিহত রাব্বি ও ইমরান দুই ভাই। তারা বন কুড়ুইল গ্রামের মমিন আলীর ছেলে। অপরদিকে, নিহত হোসনেয়ারাও একই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামতৈল-শেরপুর সড়কের দূর্গাপুর এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা বনকুড়ইল থেকে দূর্গাপুর ব্রিজের পাশের রাস্তায় উঠছিল। এ সময় সিংড়া থেকে শেরপুরগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রাব্বি, যাত্রী ইমরান ও হোসনেয়ারা নিহত হন। এ ছাড়া, আহত হন আরেকজন।

তিনি আরও জানান, আহত যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আর স্থানীয় জনগণ ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ট্রাকচাপা নিহত ৩ সিংড়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর