Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজা শুরু কবে— জানা যাবে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ১০:৫৯

ঢাকা: বাংলাদেশে কবে থেকে রমজান মাস ‍শুরু হবে, তা জানাতে সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যার এই বৈঠক থেকে চাঁদ দেখার ঘোষণা এলে সিয়াম সাধনার রমজান মাস শুরু হবে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ)। আর তা না হলে বুধবার (১৩ মার্চ) শুরু হবে রমজান মাস।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা তথা বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে রোববার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার দেশটিতে রোজা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতেও রোজা শুরু হয়েছে আজ।

চাঁদ দেখাসাপেক্ষে চূড়ান্ত হলেও বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন হিজরি মাস শুরু হয়। সেক্ষেত্রে আজ রাত প্রথম তারাবি এবং দিবাগত রাতে সেহেরির মাধ্যমে আগামীকাল রোজা শুরু করতে হতে পারে। তবে দেশের অনেক জেলার কিছু কিছু অংশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ থেকেই রোজা রাখতে শুরু করেছেন অনেকেই।

সারাবাংলা/টিআর

চাঁদ দেখা চাঁদ দেখা কমিটি টপ নিউজ রমজান মাস রোজা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর