Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেড়ামারায় আগুন ‍পুড়ল ১০০ বিঘা পানের বরজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ০০:১৯

কুষ্টিয়া: ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজসহ প্রায় একশ’ বিঘা জমির ফসল পুড়ে গেছে।
রোববার (১০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট মাঠে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কুষ্টিয়াসহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক যোগে কাজ করে প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কৃষকরা ও এলাকাবাসী জানায়, আগুনে প্রায় ১০০ বিঘা জমির পানবরজসহ অন্যান্য ফসল পুড়ে গেছে। পুড়ে গেছে কয়েকটি বসতবাড়িও। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

সারাবাংলা/পিটিএম

আগুন কুষ্টিয়া পানের বরজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর