Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ২১:১৭ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ২১:১৯

ঢাকা: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (১০ মার্চ) রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারাল। দেশে সাংবাদিকতায় ইহসানুল করিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

রাষ্ট্রপতি তার আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার (১০ মার্চ) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সারাবাংলা/একে

ইহসানুল করিম টপ নিউজ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর