Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তানের খোঁজ নেন না রাজ, দাবি পরীমণির

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ মার্চ ২০২৪ ১৯:৩৪

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে সাবেক স্বামী রাজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন পরীমণি। এর মধ্যে অন্যতম তাদের সন্তান রাজ্যের খোঁজখবর না নেওয়া।

কিছুদিন আগে যখন আপনি সন্তানকে নিয়ে কলকাতায় ছিলেন, তখন শরিফুল রাজ পুত্র পদ্মকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। বিষয়গুলো আপনি কীভাবে দেখেন? উপস্থাপকের এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস ছিল আমার ও আমার বাচ্চার জন্য। কারণ এই স্ট্যাটাসটা না দিলে তো আমার বাচ্চা ভালোই হতো না। আমরা খুব উপকৃত হয়েছিলাম।’

বিজ্ঞাপন

এরপর শরিফুল রাজকে একহাত নিয়ে পরীমণি বলেন, ‘‘আমার মনে হয় এটা সবার জানা উচিত, যে নিজের সন্তানের কোনো দায়িত্ব বহন করে না। কিন্তু ‘আমার বাচ্চা’ বলে বেড়ায় তাকে আমি ছেড়ে দেব না। যারা মা, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি।’’

ছেলের কোনো খোঁজখবর রাখেন না রাজ, এমনটা জানিয়ে পরীমণি বলেন, ‘সে এখন পর্যন্ত আমার বাচ্চার একটা খোঁজখবর নেয়নি। আমার বাচ্চার খোঁজখবর ও কেন নেবে? এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চার খোঁজখবর এবং দায়িত্ব প্রথম থেকে আমিই নিয়েছি এবং আমারই থাকবে। এটার জন্য আর কাউকে দরকার নেই।’

যতটুকু অসম্মান রাজ প্রাপ্য তা তাকে করতে চান পরীমণি। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি আর কারো নামই উচ্চারণ করতে চাই না। এই নামটার সঙ্গে আমার রাগ, ক্ষোভ, অভিমান ছাড়া আর কিছুই নেই। ভালোবাসা, সম্মান তো দূরের কথা, কিছুই নেই। যে মানুষটা আমার বাচ্চার বাবা তাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। কিন্তু যতটুকু অসম্মান তার প্রাপ্য সেটুকু আমি করব, সেটা থেকে তাকে কেউ বাঁচাতে পারব না। সেই অসম্মানটা পুরো দুনিয়াকে না, আমি তাকে করব। কারণ সে এটা ডিজার্ভ করে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

পরীমণি শরিফুল রাজ সন্তানের খোঁজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর