Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট বারে মারামারি: ব্যারিস্টার কাজল ৪ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ১৮:৩০ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ২১:২৫

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির ঘটনায় করা মামলার সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ মার্চ) ব্যারিস্টার কাজলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে, তার পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, কায়সার কামাল, মাসুম আহমেদ তালুকদার।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে পল্টনের চেম্বার থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ মামলায় গ্রেফতার অন্য আইনজীবীরা হলেন- আইনজীবী কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ওসমান চৌধুরী।

এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচনে ভোট গণনার সময়ে মারামারির ঘটনায় গত ৮ মার্চ রাতে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ বাদী হয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগ শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথি, বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- মো. জাকির হোসেন ওরফে মাসুদ, শাকিলা রৌশন, কাজী বশির আহম্মেদ, উসমান, আরিফ, সুমন, তুষার, রবিউল, চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা), সাইদুর রহমান জুয়েল, অলিউর, জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, তরিকুল ও সোহাগ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর