‘তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত’
১০ মার্চ ২০২৪ ১৭:৩৮ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ২২:২১
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানিতে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, ‘নারীদের সম অধিকার নিশ্চিত করা মানে মানবাধিকার নিশ্চিত করা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজ করে যাচ্ছেন বলেই দেশের বিভিন্নখাতে সর্বোচ্চ পর্যায়ে নারীরা রয়েছেন।’
রোববার ( ১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মালি্টপারপাস হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএসই, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), UN Global Compact, Sustainable Stock Exchanges, UN Women এবং The World Federation of Exchanges উদ্যোগে আয়োজিত ‘রিং দ্য বেল ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ শীর্ষক সেমিনার অর্থ প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, ‘আজকের নারীদের আত্মবিশ্বাসী হওয়া খুবই জরুরি। নারী ক্ষমতায়ন শুধু সরকার বা নীতির মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়, এটি সমাজ থেকেও করতে হবে। সরকার হয়ত নীতি তৈরি করে দেবে কিন্তু সেটির বাস্তবায়ন আমাদের করতে হবে।’
তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে নারীরা পুরুষের প্রতিদ্বন্দ্বী নযন। নারীরা স্বল্প সময়ে একাধিক কাজ করার যোগ্যতা রাখেন। কর্মক্ষেত্রে যদি তারা কাজের ভালো পরিবেশ পাযন তবে তাদের দিয়ে অনেক কঠিন কাজও করানো সম্ভব।’
ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবক্ষেত্রে নারী সমতার বিষয় নিশ্চিত করেছেন। কর্মক্ষেত্রে তাদের কাজের যোগ্যতা প্রকাশের পাশাপাশি অধিকারও নিশ্চিত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা সব ক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে আসার জন্য কাজ করছি। উদ্যোক্তা থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক পর্যন্ত এখন নারীরা কাজ করছেন। করপোরেট গভর্নেন্সের কোড অনুযায়ী নারীদেরকে আমরা প্রাধান্য, সুযোগ, দায়িত্ব দিচ্ছি। পুরুষদের পাশাপাশি তাদের জন্য আলাদা বিনিয়োগ এবং উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে। নারীরা যেন বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে আমরা সে সুযোগ করে দিতে কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানের সভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, ‘আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি। যেখানে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা আমাদেরকে দেখিয়ে গেছেন কীভাবে একটি স্বাধীন দেশ তৈরিতে ভূমিকা রাখা যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জেলে ছিলেন তখন তার স্ত্রী জাতিকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশকে স্মার্ট করেননি। বরং দেশ থেকে লিঙ্গ বৈষম্য দূর করেছেন।’
অনুষ্ঠানের শুরুতেই ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান স্বাগত বক্তব্যে বলেন, ‘৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এটি একটি আন্তর্জাতিক দিবস যা নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জনকে স্বীকৃতি দিতে পালন করা হয়।’
সারাবাংলা/জিএস/একে