Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ রোজার পর ১ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ১৬:৪১ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ২২:২১

ঢাকা: ১৫ রোজার পর রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান, ওই সময়ে মতিঝিল থেকে সবশেষ রাত ৯ টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সবশেষ রাত ৯ টা ২০ মিনিটে ট্রেন ছেড়ে যাবে। তবে রমজানের প্রথম পনেরো দিন আগের সময়সূচিতেই ট্রেন চলবে।

রোববার (১০ মার্চ) ডিএমটিসিএল ভবনে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিএমসিটিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, যাত্রীদের চলাচলের কথা চিন্তা করেই ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হচ্ছে। তবে রমজানের প্রথম ১৫ দিনে সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে না।

তিনি জানান, সকালে অফ পিক আওয়ার আছে ৭.১০ মিনিট থেকে ৭.৩০ মিনিট, পিক আওয়ার আছে ৭.৩১ মিনিট থেকে ১১.৩৬ মিনিট। অফ পিক আবার ১১.৩৭ মিনিট থেকে ২.০০ টা পর্যন্ত। আবার দুপুর ২.০০ টা থেকে শুরু করে রাত ৮.০০ টা পর্যন্ত পিক আওয়ার।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘আমাদের যে পিক আওয়ার, সে সময় ৮ মিনিট পর পর ট্রেন চলবে। অফ পিক আওয়ারে আগের মতো চলবে। স্পেশাল পিক আওয়ারে দশ মিনিট পর পর মেট্রোরেল ছেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘উত্তরা উত্তর থেকে এখন যে ট্রেনটি রাত ৮.০০ মিনিটে ছাড়ে সেটি পনেরো রমজানের পর থেকে ৯.০০ মিনিটে ছেড়ে যাবে। মতিঝিল স্টেশন থেকে যে ট্রেন ৮.৪০ মিনিটে ছেড়ে যেত সেটি নতুন সময় সূচি অনুযায়ী ৯.৪০ মিনিটে ছেড়ে যাবে।

ডিএমটিসিএল এর এমডি বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে অনেকেরই ঈদের কেনাকাটা করতে করতে দেরি হয়ে যেতে পারে। তাদের সুবিধার জন্য উভয় দিকে ১ ঘণ্টা করে সময় বাড়িয়ে দিয়েছি। এক ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়ার ফলে দুই দিক থেকে ৫ টা করে ১০ টা ট্রেন বেশি চলবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ট্রেনের ভেতরে পানাহার করা নিষিদ্ধ। ট্রেন চলাচলের ভেতরে ইফতারের সময় হবে সেটি মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যারা রোজা রাখবেন তারা ২৫০ এমএল পানির বোতল নিয়ে ট্রেনে যাতায়াত করতে পারবেন। পানির বোতল অবশ্যই ডাস্টবিন বা নিজের সঙ্গে বয়ে নিয়ে বাইরে ফেলতে হবে। মেট্রোরেল কিংবা স্টেশনের কোথাও বোতল ফেলা যাবে না।’

এমডি জানান, ট্রেনের ভেতরে পানি ফেলা যাবে না। রমজান মাসে ট্রেনের ভেতরে ও বাইরে এলইডি স্ক্রিনে ঢাকা ও এর আশেপাশের এলাকার ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে। তবে সাপ্তাহিক বন্ধ শুক্রবারই থাকছে। বন্ধ থাকবে ঈদের দিনেও।

সারাবাংলা/জেআর/একে

টপ নিউজ মেট্রোরেল রোজা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর