Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের পেছেনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ১৪:২৬

দিনাজপুর: জেলার ফুলবাড়ী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জাকির সরদার (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নে মোটরসাইকেলে কাজের যাওয়ার পথে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির সরদার পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি জেলার নবাবগঞ্জ উপজেলার চকশাহাবাজপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, রোববার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নে মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বের হন জাকির সরদার। পথে উত্তর সুজাপুর এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে তার মোটরসাইকেলের পেছনে দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পলিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনএস

দিনাজপুর ফুলবাড়ী উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর