Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরে ফখরুল-পিটার হাসের সঙ্গে দেখা হয়নি: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ১৩:৪৮ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৪:১৭

ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থানের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমি হাসপাতালে ছিলাম। শুনেছি আমার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও দেশটিতে অবস্থান করেছিলেন। আমার সঙ্গে কারোই দেখা হয়নি। দেখা করারও কোনো সুযোগও ছিল না।

বিজ্ঞাপন

রোববার (১০ মার্চ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, শনিবার (৯ মার্চ) তিনি সিঙ্গাপুর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরেন।

বিএনপি তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে দিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র চলমান রেখেছে, এ বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য জানতে চাইলে ওয়াদুল কাদের বলেন, সমমনারা যদি কোনো অপকর্ম করে, সন্ত্রাস করে—তার সঙ্গে বিএনপির যোগসূত্র নেই—এটা মনে করার কোনো কারণ নেই। কারণ, বিএনপি সন্ত্রাসী দল হিসেবে শুধু আমাদের দেশেই নয়, কানাডার ফেডারেল কোর্টেও অন্তত তিনবার চিহ্নিত হয়েছে। কাজেই সন্ত্রাস যেখানে আছে বিএনপিও আছে সেখানে।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপি মহলে একটি গুঞ্জন আছে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন দুঃখে? আমি জানতে চাই, মামা বাড়ির আবদার?

তিন বলেন, যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ আছে বাংলাদেশ পথ হারাবে না সেটাই হলো বাস্তবতা। তিনি বাংলাদেশের রিয়ালিটি বোঝেন মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝেন, যেটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে। রিয়ালিটির সঙ্গে তাদের কোনো বাস্তবতা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খানসহ অন্যরা।

সারাবাংলা/এনআর/ইআ

টপ নিউজ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর