Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় বন্দর তৈরির সরঞ্জাম নিয়ে রওয়ানা দিয়েছে মার্কিন জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৪ ১৩:৩০ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৬:১০

গাজা উপকূলে অস্থায়ী ভাসমান বন্দর নির্মাণের সরঞ্জাম নিয়ে একটি মার্কিন সামরিক জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার (৯ মার্চ) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে জেনারেল ফ্রাঙ্ক এস বেসন নামের সহায়তা জাহাজটি যাত্রা করে। গাজায় সমুদ্রপথে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পরিপ্রেক্ষিতে ভাসমান বন্দর তৈরি করবে দেশটির সেনাবাহিনী।

বিজ্ঞাপন

জাতিসংঘ সতর্ক করে বলছে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে। কিন্তু মানবিক সংকট লাঘবে স্থলপথে পর্যাপ্ত ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি বাহিনী। অন্যদিকে গাজায় স্থলপথে ত্রাণ সহায়তা বিতরণ করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ত্রাণ বহরে গুলি ও লুটপাটের ঘটনায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ত্রাণ সহায়তা সাময়িক বন্ধ রেখেছে।

তাই গাজায় বিমান থেকে ত্রাণ ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। কিন্তু আকাশপথে সাহায্য বিতরণ কঠিন এবং বিপজ্জনক বলে প্রমাণিত হয়েছে। গত শুক্রবার বিমান থেকে ফেলা ত্রাণের চাপায় অন্তত ৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

স্থল ও আকাশপথে ত্রাণ সহায়তা চালানোর ঝুঁকি বিবেচনায় সমুদ্রপথে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছেন বাইডেন। তার ঘোষণার পর মার্কিন জাহাজটি গাজার উদ্দেশে রওয়ানা দিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি প্রেসিডেন্টের ঘোষণার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে সরঞ্জাম নিয়ে রওয়ানা দিয়েছে। গাজায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহের জন্য একটি অস্থায়ী বন্দর স্থাপনের জন্য প্রথম চালানের সরঞ্জাম বহন করছে মার্কিন সামরিক জাহাজটি।

বিজ্ঞাপন

পেন্টাগন বলেছে, বন্দরটি তৈরি করতে ৬০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এতে কাজ করবেন এক হাজার সৈন্য, যদিও মার্কিন সেনারা গাজার তীরে যাবেন না। গাজায় কাজ করা দাতব্য সংস্থাগুলো বলছে,  অনাহারে ভুগা লোকরা এতদিন অপেক্ষা করতে পারবে না।

এদিকে, প্রায় ২০০ টন খাদ্য বোঝাই একটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা জাহাজ রোববার সকালে সাইপ্রাসের একটি বন্দর থেকে গাজায় যাওয়ার জন্য ছাড়পত্রের অপেক্ষায় আছে। আশা করা হচ্ছে, জাহাজটি রোববারের মধ্যেই রওয়ানা দিতে পারবে।

সারাবাংলা/আইই

ইসরাইল গাঁজা টপ নিউজ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর