টাইমড আউটের ঘটনা ভুলতে পারেনি শ্রীলংকা: শান্ত
১০ মার্চ ২০২৪ ০৯:৪৭ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৮:৪৭
ম্যাথিউসকে করা সাকিবের সেই বিখ্যাত টাইমড আউটের বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও সেটার রেশ যেন এখনো কাটেনি। বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের শুরু থেকেই আলোচনায় ছিল সেই ইস্যু। তবে টি-টোয়েন্টি সিরিজজুড়ে তেমন উত্তাপ না ছড়ালেও সিরিজ শেষে ট্রফি হাতে লংকান ক্রিকেটারদের টাইমড আউট উদযাপন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, শ্রীলংকা হয়তো বিশ্বকাপের সেই টাইমড আউটের ঘটনা ভুলতে পারেনি।
দলের এমন উদযাপন নিয়ে মেন্ডিস জানিয়েছেন, কাউকে উদ্দেশ্য করে এমন উদযাপন করেননি তারা। খুশি মনেই এমনটা করেছেন সবাই, মেন্ডিসের দাবি এমনটাই। তবে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলছেন ভিন্ন কথা। তার মতে, বিশ্বকাপের সেই ঘটনা এখনো ভুলতে পারেনি শ্রীলংকা, ‘এখানে আক্রমণাত্মক মনোভাব প্রকাশে কিছুই নেই। তারা টাইমড আউট উদযাপন করেছে। আমার মনে হয় বিশ্বকাপের সেই ঘটনা থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেনি।’
শান্তর মতে, অতীতের ঘটনা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, ‘আমার মনে হয় অতীতে যা হয়েছে সেটা থেকে সামনে এগিয়ে যাওয়া উচিত। সবার বর্তমানেই থাকা উচিত। টাইমড আউট নিয়মের ভেতরেই আছে, আমরা সেজন্যই এটা করেছিলাম। তারাই এটা নিয়ে পরে আছে। আমরা এসব নিয়ে একদমই ভাবছি না।’
আগামী ১৩ মার্চ চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
সারাবাংলা/এফএম