Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রফি জিতে কেন ‘টাইমড আউট’ উদযাপন করেছে শ্রীলংকা?

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৪ ০৮:৪৯ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ১২:৫৮

সিরিজ জয়ের পর লংকানদের উদযাপন

বিশ্বকাপে ম্যাথিউসকে করা সাকিবের সেই ‘টাইমড আউট’ নিয়ে কম আলোচনা হয়নি। বাংলাদেশ-শ্রীলংকা দ্বৈরথের আগুনে ঘি ঢেলেছিল সেই ঘটনা। তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বিশ্বকাপের সেই ম্যাচের পর বাংলাদেশের সাথে হাত মেলাতেও রাজি হননি মেন্ডিসরা! এবারের সফরের প্রথম তিন ম্যাচে অবশ্য তেমন কোনও উত্তাপ ছড়ায়নি মাঠে। তবে সিরিজ জয়ের পর ট্রফি হাতে ম্যাথিউসের সেই টাইমড আউট উদযাপন করে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে শ্রীলংকা। লংকান ব্যাটার কুশল মেন্ডিস অবশ্য বলছেন, কোনও উদ্দেশ্য নিয়ে নয়, খুশি মনেই এই উদযাপন করেছেন তারা।

বিজ্ঞাপন

নিজের টাইমড আউট হওয়ার পর সাকিবকে ফিরিয়েছিলেন ম্যাথিউস। এরপর ঘড়ির দিকে আঙ্গুল দিয়ে ম্যাথিউস করেন সেই বিখ্যাত ‘টাইমড আউট’ উদযাপন। এবারের সিরিজের প্রথম ম্যাচে লংকানদের প্রথম উইকেট নেওয়ার পর বাংলাদেশের পেসার শরিফুলকেও করতে দেখে গেছে একই উদযাপন। তাহলে কি বাংলাদেশকে ওই ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্যই এমন উদযাপন করেছেন লংকানরা?

মেন্ডিস বলছেন, কাউকে উদ্দেশ্য করে উদযাপন করেননি তারা, ‘কেউ একজন টাইমড আউটের উদযাপন করছিল, বাকিরা তাকে অনুসরণ করেছে। জানি না কেনও। কেউ চাইলে একটা কিছু উদযাপন করতেই পারে। আমরা ওরকম কিছু উদ্দেশ্য নিয়ে করিনি। সবাই খুশি মনেই উদযাপন করেছি।’

লংকান সহকারী কোচ নাভিদ নাওয়াজ অবশ্য বলেছেন, দুই দলের উচিত টাইমড আউটের ওই ঘটনা ভুলে যাওয়া, ‘আমরা ওই ঘটনা থেকে মুভ অন করেছি। হয়তো হিট অফ দ্যা মোমেন্টের কারণে ওই উদযাপন করা হয়েছে। এটাকে ভুলভাবে নেওয়া হয়েছে। দুই দলের উচিত এটা ভুলে যাওয়া। এটা মোটেও শ্রীলংকার ট্রেডমার্ক উদযাপন না। দুই দলের মাঝে হাডাহাড্ডি লড়াই হয়েছে। মাঠের বাইরে সবার সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। খেলার সাথে শৃঙ্খলা রাখাও জরুরি। দুই দলের কাছেই এটা চাই।’

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

টপ নিউজ টাইমড আউট বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মেন্ডিস ম্যাথিউস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর