Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ০০:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে হাতির আক্রমণে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ওই বৃদ্ধের নাম বা পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পুকু‌রিয়া বেলগাঁও চা বাগা‌নের সাধনপুর পাহা‌ড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘প্রথমে স্থানীয়রা ওই বৃদ্ধের লাশ‌টি প‌ড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতির আক্রমণেই ওই বৃদ্ধ মারা গেছেন। তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও তার প‌রিচয় পাওয়া যায়‌নি। তবে তার বয়স ৬৫ বছর বা তার কাছাকাছি হবে বলে আমরা ধারণা করছি।’

রামদাশ হাট পু‌লিশ তদ‌ন্ত কে‌ন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী সারাবাংলাকে ব‌লেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এ ব‌্যাপা‌রে এক‌টি ইউ‌ডি (আনইউজুয়াল ডেথ) মামলা হ‌বে।’

বন বিভাগের কালিপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘সংরক্ষিত বন, অর্থাৎ যেখানে হাতি বসবাস করে সেখানে ওই বৃদ্ধ কোনো একটি কাজে গিয়েছিলেন। তখন হাতির আক্রমণে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে বন বিভাগের লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

বৃদ্ধের মৃত্যু হাতির আক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর