Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপির স্ত্রীকে পরাজিত করে ত্রিশালের মেয়র হলেন আমিনুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৪ ১৯:৪৯ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ১০:৪৮

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তারকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার। প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে এই জয় পেলেন নবনির্বাচিত পৌর মেয়র।

শনিবার (৯ মার্চ) সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলা ভোট গ্রহণ শেষে ত্রিশাল উপজেলা নির্বাহী ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ এ তথ্য জানান।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা জানান, আমিনুল ইসলাম সরকার পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট।

ত্রিশাল উপজেলা নির্বাহী ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।’

প্রিজাইডিং অফিসারদের পাঠানো তথ্যমতে ত্রিশাল পৌরসভায় কাস্টিং ভোট ৪৪ দশমিক ৭৭ শতাংশ।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে পৌর মেয়র এ বি এম আনিছুজ্জামান পৌর মেয়রের পদ থেকে অব্যাহতি নেওয়ায় ত্রিশাল পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচিত হন এ বি এম আনিছুজ্জামান।

সারাবাংলা/একে

আমিনুল ইসলাম সরকার টপ নিউজ ত্রিশাল পৌর মেয়র ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর