Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৪ ১৭:৩৫

ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভিসার আবেদন জমা নেওয়ার সময়ে পরিবর্তন এনেছে ভারতীয় হাই কমিশন। কমিশন সুত্র জানিয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামী ১২ মার্চ থেকে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টার ‘আইভ্যাক’-এ বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হবে।

শনিবার (৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেইজেও এ তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, বিকেল তিনটা থেকে চারটার মধ্যে যাদের অ্যাপোয়েনমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে তিনটার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে। সেগুলো হলো- ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাক্ষ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া।

সারাবাংলা/জেআর/পিটিএম

আবেদন নতুন সময় সূচি ভারতীয় ভিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর