Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আব্দুল মজিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৪ ১৭:১৩ | আপডেট: ৯ মার্চ ২০২৪ ১৮:২৯

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে (শূন্য আসন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ আপেল।

শনিবার (৯ মার্চ) জেলা রিটার্নিং অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা রিটার্নিং অফিস জানিয়েছে, গত বছরের ২৪ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের নির্দিষ্ট দিনে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে জেলা পরিষদের চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ছিলেন। পরে জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এস এম এ মঈনের মনোনয়ন বাতিল করেন। ফলে অপর প্রতিদ্বন্দ্বি আব্দুল মজিদ আপেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল মজিদকে বিজয়ী ঘোষণা করায় সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন মনোনয়নবঞ্চিত এস এম এ মঈন। রিটটি আমলে নিয়ে হাইকোর্ট আদেশ দেন, প্রার্থীর প্রার্থিতা সঠিক আছে। এ সময় তাকে প্রতীক বরাদ্দেরও আদেশ দেন আদালত।

গত ৫ মার্চ সুপ্রিম কোটের আপিল বিভাগ এস এম এ মঈনের আবেদন খারিজ করে দেন। ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকে।

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন।

সারাবাংলা/একে

আবদুল মজিদ জেলা পরিষদ নির্বাচন টপ নিউজ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর