Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় ধাক্কা খেল শ্রীলংকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৪ ১৪:০৪

শেষ ম্যাচে থাকছেন না পাথিরানা

বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে আজ। তার আগে লংকান শিবিরে বড় ধাক্কা। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলটির তরুণ তারকা পেসার মাথিশা পাথিরানা।

পেশির টানের কারণে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না লংকান পেসার। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে তারকা বনে যাওয়া পাথিরানা খেলতে না পারলেও একটা সুসংবাদ পাচ্ছে শ্রীলংকা। নিষেধাজ্ঞা শেষে লংকান শিবিরে যোগ দিচ্ছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙা। নিষেধাজ্ঞার কারণে গত দুই ম্যাচ খেলতে পারেননি এই মুহূর্তে শ্রীলংকার সেরা ক্রিকেটারটি।

বিজ্ঞাপন

পাথিরানা এবারের সফরে এখন পর্যন্ত অবশ্য সুবিধা করতে পারেননি। প্রথম ম্যাচে ৫৬ রান খরচ করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ২৮ রান খরচ করে নিয়েছিলেন ২ উইকেট।

সারাবাংলা/এসএইচএস

পাথিরানা বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর