‘সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’
৯ মার্চ ২০২৪ ১০:৫১ | আপডেট: ৯ মার্চ ২০২৪ ১৫:৩৯
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শনিবার (৯ মার্চ) সকালে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করছে বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার তাদের প্রতিবেদন তুলে ধরেছে। দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
লিফলেট বিতরণে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম খোকন, আশরাফ বাবু, শোয়েব খন্দকার, তারেক উজ জামান তারেক, জয়দেব জয়, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপনসহ অনান্যরা।
সারাবাংলা/এজেড/ইআ