Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ‘শীর্ষ সন্ত্রাসী’ রমজান নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৪ ০০:৩১ | আপডেট: ৯ মার্চ ২০২৪ ০০:৫৩

যশোর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরের শীর্ষ সন্ত্রাসী রমজান আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। রমজান আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকের ৩২টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রমজান আলী ওই এলাকার ফয়েজ শেখের ছেলে।

রমজানের শাশুড়ি বাসনা বেগম জানান, রমজান অসুস্থ ছিলেন। সন্ধ্যায় ওষুধ ও তরমুজ কিনে বাড়ি ফেরের তিনি। রাত ১০টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এ সময় বাড়ির কিছুটা দূরেই গলির মধ্যে ফেলে রমজানকে কুপিয়ে জখম করেন স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজাসহ সাত-আট জন। চিৎকার শুনে পরিবারের লোকজন রমজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, নিহত রমজান যশোরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় তার মৃত্য হয়েছে। হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

সারাবাংলা/টিআর

টপ নিউজ যশোর শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসী রমজান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর