হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
৮ মার্চ ২০২৪ ১৭:৫৭
ময়মনসিংহ: গফরগাঁওয়ে হত্যা মামলায় অভিযুক্ত নয়ন (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নয়ন গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের ধোপাঘাট এরাকার মৃত শহর আলী মেম্বারের ছেলে।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্না জানান, গতরাতে সালটিয়া ইউনিয়নের ভালুকা-গফরগাঁও সড়কের হাটুরিয়ায় দুর্বৃত্তরা নয়নকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
স্থানীয়রা জানান, নয়ন চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত। ২০২০ সালে রাওনার হুমায়ুন কবীর হত্যা মামলায় সে অভিযুক্ত। তিন মাস আগে জামিনে ছাড়া পেয়েছিল। প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নয়ন হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত। তবে এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সারাবাংলা/এমও