Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ-মুরগি ও রোজার পণ্যে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৪ ১৬:২১ | আপডেট: ৮ মার্চ ২০২৪ ১৮:০৯

ঢাকা: রোজার আগে বাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম। শাকসবজির দাম কিছু কমের দিকে থাকলেও বেগুন, শসা, গাজর ও লেবুর দাম এখন উর্ধ্বমুখী। সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়া পেঁয়াজ বিশেষত ভারতীয় পেঁয়াজ ১৩০ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে। মাত্র দুদিনের ব্যবধানেই বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। সব ধরনের মাছের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

শুক্রবার (৮ মার্চ) রাজধানীর কারওয়ানবাজার, মহাখালী, বিজয়সরণি ও সেগুনবাগিচাসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রাজধানীর মহাখালী বউবাজারে শসা ৬০ টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, আলু ৩৫ টাকা, পেঁপে ৪০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এই বাজারে ৪০ থেকে ৫০ টাকায় লেবুর হালি বিক্রি হচ্ছিল।

বিক্রেতারা জানালেন, লেবুর দাম আরও বাড়তে পারে। এই বাজারে দেশি পেঁয়াজ ৯০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১৩০ টাকা, দেশি রসুন ১৬০ টাকা, চীনা রসুন ২২০ টাকা ও আদা ২২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। প্যাকেটজাত চিনি ১৪৫ টাকা ও খোলা চিনি ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল।

বিক্রেতা জানালেন, নতুন করে চিনির দাম আর বাড়েনি। এছাড়া ছোলা ১১০ টাকা, খেসারি ডাল ১২০ টাকা ও মশুর ডাল ১১০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। এসব পণ্যের দামও আর বাড়েনি।

মহাখালীর বউবাজারে পোল্ট্রি মুরগি ২৩০ টাকা, পাকিস্তানি ৩৫০ টাকা, কর্ক ২৮০ টাকা ও দেশি ৬৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতা জানালেন, দুই দিন আগেও পোল্ট্রি মুরগির দাম ছিলো ২০০ টাকা। মাত্র দুদিনের ব্যবধানেই কেজিতে পোল্ট্রি মুরগির দাম বেড়েছে ৩০ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, মাছের বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া মাছের কেজি ২০০ টাকা, পাঙাসের কেজি ১৮০ টাকা, টেংরার কেজি ৫৬০ টাকা, ছোট রুই ৩১০ থেকে ৩২৯ টাকা, ইলিশের কেজি ১৬০০ টাকা, শিং মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে ছোট কাচকি ২৯০ থেকে ৩২০ টাকা, আইড় মাছ ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/একে

বাজার বাজারমূল্য রোজা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর