মহিলা দলের র্যালিতে পুলিশি বাধার অভিযোগ
৮ মার্চ ২০২৪ ১৫:৪৬ | আপডেট: ৮ মার্চ ২০২৪ ১৭:৩২
ঢাকা: বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের র্যালিতে পুলিশি বাধার অভিযোগ উঠেছে।
শুক্রবার (০৮ মার্চ) জুম’আর আগে সংগঠনটির নেতা-কর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর র্যালি বের করলে পুলিশ বাধা দেয়।
পরে সংগঠনটির নেতা-কর্মীরা শ্লোগান দিয়ে পুলিশের বাধার প্রতিবাদ জানান। পরে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। এক পর্যায় মহিলা দলের নেতা-কর্মীরা শ্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে চলে যান।
এ সময় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আজকে নারী দিবস। অথচ পুলিশ নারীদের একটা শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে, এটাই তার প্রমাণ। আমাদের শান্তিপূর্ণ র্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই।’
পুলিশের এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘উনারদের সমাবেশ করার অনুমতি ছিল, সমাবেশ করেছেন। আজকে জুম্মার সময় গাড়ি চলাচল করছে। এই র্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে। সেজন্য্ আমরা সেটা করতে দিইনি। যতটুকু অনুমতি ছিল ততটুকু করতে দিয়েছি।’
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজ দেশের নারীরা অবহেলিত, নির্যাতিত। বাংলাদেশ আজকে একটা ধর্ষণের দেশে পরিণত হয়েছে। এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো সাপ্তাহ নাই যখন নারীদের ওপর নির্যাতন চলছে না, ধর্ষণ চলছে না।’
‘তার চেয়ে বড় দূঃখের ও কষ্টের বিষয় হচ্ছে, এই ধর্ষণ ঘটনার কোনো বিচার আমরা দেখছি না। কারণ, ধষর্ণের সঙ্গে ক্ষমতাসীনদের অনেকে জড়িত, তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জড়িত। আরও দূঃখের বিষয়, ধর্ষণ ইস্যুতে নারীবাদীরা সোচ্চার হচ্ছেন না। কারণ, তারাও ভয়ভীতির পরিবেশের মধ্যে আছে। ধষর্ণের বিষয়ে কেউ মুখ খুলছেন না, কথা বলছেন না’— বলেন আমীর খসরু।
তিনি বলেন, ‘এই অবস্থার উত্তরণে নারী সমাজকে সোচ্চার হতে হবে। আগামী দিনের বাংলাদেশ যদি আমরা নারীদের ক্ষমতায় করতে চাই প্রথমে বাংলাদেশের নাগরিকদের ক্ষমতায় করতে হবে। দেশের নাগরিকরা যদি অধিকারহীন হয়ে যায়, ভোটাধিকার কেড়ে নেওয়া হয় তাহলে নারীদের ক্ষমতায়নের সুযোগ থাকবে না, কারো ক্ষমতায়নের সুযোগ থাকবে না।’
আমীর খসরু বলেন, ‘দেশের সাংবিধানিক রাজনৈতিক অধিকার, দেশের মানুষের নাগরিক অধিকার যদি ফিরে পাওয়া না যায় তাহলে এখন যে অবস্থা আছে সেখান থেকে উঠে আসার কোনো সুযোগ নাই। তাই নারী-পুরুষ সবাই মিলে প্রথমে আমাদেরকে নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে। নারীদের ক্ষমতায় সেখান থেকে শুরু করা যাবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে দখলের রাজনীতি চলছে, সিলেকশনে রাজনীতি চলছে। গতকাল হাইকোর্ট প্রাঙ্গণ পর্যন্ত দখল করার প্রক্রিয়া চলেছে। আইনজীবীদের ভোট হচ্ছে, ওখানে দখল করার কী আছে? সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে, এখন ব্যবসায়ীদের ভোটও দখল করতে হবে। প্রতিটি ক্ষেত্রে এই যে দখলের প্রতিক্রিয়া এটা শুধু নারী নয়, বাংলাদেশের নাগরকিররা বঞ্চিত হচ্ছে, তাদের সব অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে।’
সারাবাংলা/এজেড/এনইউ