মাঠে গড়িয়েছে ডুফা প্রিমিয়ার লিগ ২০২৪
৮ মার্চ ২০২৪ ০৯:৪২ | আপডেট: ৮ মার্চ ২০২৪ ১৩:১৩
ঢাকা: মাঠে গড়িয়েছে ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল) -২০২৪। শুক্রবার (৮ মার্চ) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে প্রথম ম্যাচ শুরু হয়।
এবার ডুফা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে চারটি দল। সকাল সোয়া ৮টায় মাঠে গড়ায় প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডুফা ওরিয়র্স এবং ডুফা গ্ল্যাডিয়েটরস। টুর্নামেন্টের অন্য দুটি দল হলো ডুফা ভাইকিংস ও ডুফা চ্যালেঞ্জার্স।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা)। মাঠের ক্রিকেটের আদলে ডুফা প্রিমিয়ার লিগ অনেকটা বন্ধুত্বের মিলনমেলা। এবার মাঠে গড়িয়েছে ডুফা প্রিমিয়ার লিগের চতুর্থ আসর।
ডুফা প্রিময়ার লিগের এবারের আসরের টাইটেল স্পন্সর রঙধনু প্রপার্টিজ লিমিটেড। আসরে পার্টনার হিসেবে আছে সাউথ বাংলা কনস্ট্রাকশন, র্যাবিটহোলবিডি স্পোর্টস, সারাবাংলা, ড্যানিশ, হোম স্ট্রিট বিল্ডার্স লিমিটেড ও ডুফা টিভি।
সারাবাংলা/আইই/এনএস