Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে প্লাস্টিক সুতা কারখানায় আগুন, দগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৪ ২২:৪৬ | আপডেট: ৭ মার্চ ২০২৪ ২২:৪৭

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক সুতার ফ্যাক্টরিতে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক সুতার ফ্যাক্টরিতে আগুন লাগে। এ সময় ফ্যাক্টরিতে থাকা চারজন দগ্ধ হন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ৯ টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিন শেডের জিকে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই আগুন লাগে। এতে চারজন দগ্ধ হন।

দগ্ধ তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা হলেন ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬)। অপরজন অজ্ঞাতপরিচয় তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সারাবাংলা/একে

আগুন মুন্সীগঞ্জ সুতার কারখানা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর