Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবিতে ২ দিনব্যাপী চাকরি মেলা শুরু শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৪ ১৯:২৭

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৮ মার্চ) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চাকরি মেলা। এদিন সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় এ মেলার উদ্বোধন করবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের দফতরের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা যায়, মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ এ অঞ্চলের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। দুই দিনব্যাপী এ মেলার পাশাপাশি অন স্টপ ইন্টারভিউ এবং স্কিল ডেভেলপমেন্ট সেশন অনুষ্ঠিত হবে। এ বিষয়ক যাবতীয় হালনাগাদ তথ্য পাওয়া যাবে রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি এর অফিশিয়াল ফেসবুক পেইজে।

মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এই চাকরি মেলায় ইতোমধ্যে নামকরা ২০টি নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানিগুলো হচ্ছে- বিডিজবস, বাংলালিংক, রবি, প্রাণ, আরএফএল, লেক্সিকন, গ্লোরিয়াস আইটি, অগমেডিক্স, আনোয়ার গ্রুপ, লংকা বাংলা সিকিউরিটি, ব্র্যাক ক্যারিয়ার হাব, জৈনিক ল্যাব, সল্ট সিঙ্ক, জবঘর, হাতিল, জিপিএইচ ইস্পাত, রাইটসাইট এডুকেশন, মেন্টর্স, ম্যারিকো এবং নিরমান।

মেলায় খুবি শিক্ষার্থীরা ছাড়াও খুলনার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি প্রার্থীরা তাদের জীবন-বৃত্তান্ত জমা দিতে পারবেন। পরবর্তী সময়ে সেগুলো বাছাই করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখান থেকে সরাসরি চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

খুলনা বিশ্ববিদ্যালয় চাকরি মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর