Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপাহারে ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৪ ১৯:২১

নওগাঁ: জেলার সাপাহারে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বিদ্যালয় ছুটি পর রাস্তাপারের সময় এই ঘটনা ঘটেছে।

নিহত কুলছুম খাতুন (৬) চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও চকগোপাল গ্রামের কামাল হোসেনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিমা খাতুন জানান, বেলা ১২টার দিকে বিদ্যালয় ছুটি হলে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সবাই একসঙ্গে বাড়ি যায়। অন্যান্য শিশুর মতো কুলছুমও সরাইগাছী-মহাদেবপুর সড়ক পার হচ্ছিল। এ সময় পোরশার সরাইগাছী থেকে ছেড়ে আসা মহাদেবপুরগামী একটি ট্রাক কুলসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/পিটিএম

ট্রাকচাপা শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর