Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গবেষণা ও প্রকাশনা নিয়ে হাবীবুল্লাহ বাহার কলেজে সেমিনার

সারাবাংলা ডেস্ক
৭ মার্চ ২০২৪ ১৭:২৮

ঢাকা: গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা নিয়ে এই প্রথম রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লাইটহাউজ আয়োজন করেছে সেমিনার।

বুধবার (৬ মার্চ) গবেষণা, প্রকাশনা, ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা উন্নয়ন ও বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে এডটেক স্টার্টআপ লাইটহাউজের উদ্যোগে হাবীবুল্লাহ বাহার কলেজের পৃষ্ঠপোষকতায় তরুণদের জন্য এই ব্যতিক্রমী সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সেমিনারে গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা নিয়ে প্রেজেন্টেশন দেন লাইটহাউজের পরিচালক ও সহকারী অধ্যাপক জনাব খায়রুল আলম এবং ফ্রিল্যান্সিং বিষয়ে প্রেজেন্টেশন দেন লাইটহাউজের কনসালট্যান্ট ও প্রযুক্তি বিশেষজ্ঞ আলমগীর কবির রনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ওয়াসিউল মাসুমের সভাপতিত্বে সেমিনারে অতিথি বক্তা হিসেবে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব এইচ. এম আজিমুল হক, পিপিএম।

তিনি বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০৪১ অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে গেলে জ্ঞান, প্রজ্ঞা, সজ্ঞা ও মহাজ্ঞানের সমন্বয় ও ব্যবহারিক প্রয়োগ থাকতে হবে। মোবাইল আসক্তি ও মাদকাসক্তি তরুণদের পিছিয়ে দিচ্ছে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের সবার দায়িত্ব রয়েছে তরুণদের মূলধারায় নিয়ে আসতে।

লাইটহাউজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সালেহ বলেন, গবেষণা প্রতিষ্ঠান ও কনসালট্যান্সি ফার্ম হিসেবে তরুণদের দক্ষতা উন্নয়নে ও উচ্চশিক্ষায় বৃত্তি পেতে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাবে লাইটহাউজ। আমরা তরুণদের একবিংশ শতাব্দীর স্কিল শেখার জন্য সচেতনতা তৈরি করে যাচ্ছি যাতে তারা যোগ্য নাগরিক হিসেবে পরিবারে, সমাজে ও রাষ্ট্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

সভাপতির ভাষণে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওয়াসিউল মাসুম ভবিষ্যতে এই ধরনের কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেছেন হাবীবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক জনাব আজিম সর্দার।

সারাবাংলা/ইআ

সেমিনার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর