Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি নাগরিককে হত্যা, ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৪ ১১:৪৯ | আপডেট: ৭ মার্চ ২০২৪ ১৪:৩৮

প্রবাসী এক বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়।

বুধবার (৬ মার্চ) সৌদির সংবাদ মাধ্যম গালফ নিউজে বলা হয়েছে, গত জানুয়ারিতে বাংলাদেশি ওই নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে মারধর করে গুরুতর আহত করেন পাঁচ পাকিস্তানি নাগরিক। আহতদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তদন্তের স্বার্থে ওই পাঁচ পাকিস্তানিকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তীতে আসামিদের আবেদন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। পরে রাজকীয় অধ্যাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়।

যদিও হত্যাকারীরা ঠিক কি কারণে ওই নিরাপত্তারক্ষীকে হত্যা করেছেন সে বিষয়ে জানা যায়নি। তবে দণ্ডিতদের মধ্যে পাঁচজনই পাকিস্তানের নাগরিক।

সারাবাংলা/ইআ

টপ নিউজ পাকিস্তানি নাগরিক মৃত্যুদণ্ড কার্যকর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর