Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন নিকি, পথ পরিষ্কার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৪ ১০:৪১ | আপডেট: ৭ মার্চ ২০২৪ ১৪:৫০

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পের পথ থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি। এর মধ্যে দিয়ে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে দলীয় মনোনয়ন অনেকটাই নিশ্চিত হয়ে গেল ট্রাম্পের। বুধবার (৬ মার্চ) দলের মনোনয়নের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা দেন নিকি। খবর রয়টার্স।

‘সুপার টুইসডে’তে দেশটির ১৫টি অঙ্গরাজ্যে রিপাপলিকান পার্টির মনোনয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ১৪টি রাজ্যে নিকি হ্যালিকে পরিজিত করেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র ১টিতে জয় পান নিকি। এর একদিন পরই দলের মনোনয়ন দৌড় থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

নিকি হ্যালি দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর এবং ট্রাম্পের শাসন আমলের জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চার্লসটনে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় হ্যালি বলেন, ‘এখন আমার প্রচারণা স্থগিত করার সময় এসেছে। এতে আমার কোনো আক্ষেপ নেই।’

তিনি বলেন, ট্রাম্পই সম্ভবত মনোনয়ন পেতে যাচ্ছেন, যিনি বারবার তার প্রার্থীতাকে ছোট করেছেন। তবে ট্রাম্পকে সমর্থন করেননি তিনি।

হ্যালি বলেন, ‘এখন ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে আমাদের দল এবং তাকে যারা সমর্থন করেনি তাদের ভোট অর্জন করার বিষয়টি। আমি আশা করি তিনি তা করবেন।’

প্রচারাভিযানকালে জাতিসংঘে দায়িত্বপালনের বৈদেশিক নীতির অভিজ্ঞতার কথা তুলে ধরে হ্যালি বলেন, বিশ্বে মার্কিন নেতৃত্ব অব্যাহত রাখা জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করতে সহায়তা করতে হবে। হ্যালির এই ট্রাম্পের অবস্থানের বিপরীত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা যদি আরও পিছিয়ে যাই, তাহলে কম নয় আরও যুদ্ধ হবে।’

সারাবাংলা/এনএস

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নিকি হ্যালি মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর