সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শান্ত
৭ মার্চ ২০২৪ ০৯:০৮
প্রথম ম্যাচে অল্পের জন্য হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সেরকম কিছু আর হতে দেননি বাংলাদেশের ব্যাটাররা। লিটন-সৌম্যর পর শান্ত-হৃদয়ের দারুণ এক জুটিতে ৮ উইকেটের বড় জয় নিয়েই সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলছেন, শেষ ম্যাচ জিতে আরেকটি সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন লিটন-সৌম্য। তারা ফিরলেও হৃদয়কে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন শান্ত। ছক্কা মেরে ফিফটি তুলে নিয়েই দলকে জয় এনে দিয়েছেন তিনি। সিরিজে পিছিয়ে পরেও এমনভাবে ফিরে আসায় আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলেই বিশ্বাস শান্তর, ‘আমার মনে হয় ভালো একটা কামব্যাক করলাম। পরের ম্যাচে আরও ভালো পরিকল্পনা করে আসতে হবে, কাজেও লাগাতে হবে। যদি সেটা পারি তাহলে সিরিজ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। এমন কন্ডিশনে রান তাড়া করে চেজ করা অনেক সময় কঠিন হয়ে যায়। আমরা ধারাবাহিকভাবে এটা করতে পারছি, এটা আরও বাড়াতে হবে। বিশেষ করে যখন আমরা বড় দলের সাথে খেলব।’
প্রথম ম্যাচে হেরেও একাদশে পরিবর্তন আনেননি শান্তর। ক্রিকেটারদের উপর আস্থা রাখার ব্যাপারটাও জানালেন শান্ত, ‘এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা প্রথম ম্যাচটাও ভালো খেলেছি। শেষ ওভারে গিয়ে হেরেছি। আমার মনে হয় না খুব বেশি ঘাটতি ছিল। সবাই দলের জন্য চেষ্টা করেছে। এজন্য আমি ও কোচিং স্টাফ পরিবর্তনের চিন্তা করিনি। এটা আমাদের সাহায্যই করেছে।’
বিপিএলটা খুব ভালো না কাটলেও জাতীয় দলের হয়ে ভালো করেছেন শান্ত। নিজের ব্যাটিং নিয়ে আরও কাজ করবেন বলেই জানালেন তিনি, ‘হ্যাঁ আমার বিপিএলটা ভালো যায়নি। চেষ্টা করেছি ঘাটতি নিয়ে কাজ করার। আজকে একটু ভালো হয়েছে, চেষ্টা করবো এটা ধরে রাখতে। ব্যাটিং নিয়ে কাজ করেছি, কি নিয়ে কাজ করেছি তা বলতে চাই না। অনেক দিন থেকে একটা জিনিস ঠিক করার চেষ্টায় ছিলাম। আরও ভালো করতে হবে।’
সারাবাংলা/এফএম