ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির গ্রাফ নিম্নমুখী
৭ মার্চ ২০২৪ ০০:২৭ | আপডেট: ৭ মার্চ ২০২৪ ০০:৪৯
ঢাকা: ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি জানুয়ারি মাসের তুলনায় কমেছে। আগের মসের ৯ দশমিক ৮৬ শতাংশ থেকে কিছুটা কমে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, আগের মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্য ও খাদ্য বহির্ভূত পণ্য— দুটিতেই মূল্যস্ফীতি কমেছে। পাশাপাশি শহরের তুলনায় গ্রামেও কিছুটা কমেছে মূল্যস্ফীতি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিপিআই প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বুধবার (৬ মার্চ) প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি।
বিবিএসের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৪ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে ফেব্রুয়ারিতে খাদ্য বাহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
এদিকে ফেব্রুয়ারি মাসে শহরের তুলনায় গ্রামের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এ মাসে গ্রামের মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৮ শতাংশ, যেখানে শহরের মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ।
বিবিএসের তথ্য বলছে, মূল্যস্ফীতি কমার পাশাপাশি ফেব্রুয়ারি মাসে মজুরি হার কিছুটা বেড়েছে। এ মাসে এই হার বেড়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ।
সারাবাংলা/জেজে/টিআর