Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্য-লিটনে বাংলাদেশের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৪ ২০:২৭

সৌম্য-লিটন ঝড়ে জয়ের পথে বাংলাদেশ

লক্ষ্যটা ছিল ১৬৬। আগের ম্যাচে দুই ওপেনারের কেউই আলো ছড়াতে পারেননি। আজ বাঁচা মরার ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন সৌম্য সরকার ও লিটন দাস। সিলেটে দ্বিতীয় টি-২০ তে শ্রীলংকার দেওয়া টার্গেট তাড়া করতে নেমে দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৬৩ রান তুলেছে এই জুটি।

সৌম্য-লিটন জুটি শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। সৌম্য অবশ্য এর মাঝেই ফিরতে পারতেন। ১৪ রানের মাথায় ফার্নান্দোর বলে কিপারের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে রিভিউ নিয়ে বেঁচে যান সৌম্য। সেই রিভিউ নিয়ে অবশ্য বেশ উত্তেজনা ছড়িয়েছে। আউট না নট আউট, সেটা নিয়ে বেশ কিছুক্ষণ তর্কে জড়িয়েছেন লংকান ক্রিকেটাররা। স্নিকোতে ব্যাটে লাগার আভাস পাওয়া গিয়েছিল, ছিল শব্দও। তবে ব্যাট-বলের মাঝে ফাকা জায়গা থাকায় শেষ পর্যন্ত তাকে নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার।

বিজ্ঞাপন

এরপর লিটন-সৌম্য আরও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন। ৫ চার ও ১ ছয়ে ১৮ বলে ৩২ রান করে অপরাজিত আছেন লিটন। সৌম্য ক্রিজে আছেন ২০ বলে ২৬ রান করে, মেরেছেন ৫টি চার।

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ লিটন সৌম্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর