Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ১৯:৫২ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ২৩:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের খুলশীতে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে খুন করেছে সেটা জানাতে পারেনি পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ঝাউতলা রেলস্টেশনে সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে খুন হওয়া ওই ব্যক্তির নাম মুজিব বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) পংকজ দত্ত সারাবাংলাকে বলেন, ‘ছুরিকাঘাত করে ওই যুবককে খুন করা হয়েছে। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে এখনও জানতে পারিনি। পুলিশ ঘটনাস্থলে আছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার রিকশার ব্যবসা আছে বলে শুনেছি।’

খুন হওয়া ওই যুবকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এডিসি পংকজ দত্ত।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়েই পুলিশ সঙ্গে সঙ্গে ওই যুবকের লাশ উদ্ধার করে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।’

হাসপাতালে লাশ নিয়ে যাওয়া মো. নাজিম নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী সারাবাংলাকে বলেন, ‘অফিস থেকে বের হয়ে আমি রেলগেইট এলাকায় মানুষের জটলা দেখে সেখানে যায়। দেখি ৩০-৩২ বছর বয়সী এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার পাশেই এক ভিক্ষুক মহিলা কান্না করছিলেন। তখনও তিনি জীবিত ছিলেন। সিএনজি অটোরিকশাতে তাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।’

সারাবাংলা/আইসি/এমও

চট্টগ্রাম ছুরিকাঘাত যুবক খুন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর