Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার টুইসডেতে বড় জয় পেলেন ট্রাম্প-বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ ২০২৪ ১৩:৫৯ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ১৮:১৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন আবার মুখোমুখি হওয়া এখন সময়ের ব্যাপার। মঙ্গলবার (৫ মার্চ) সুপার টুইসডেতে নিজ নিজ দলের প্রাইমারিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন তারা। এতে রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দলীয় প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন।

সুপার টুইসডে বা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডেমোক্রেট প্রার্থী বাছাইয়ের নির্বাচন হয়। ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের মতো বেশি প্রতিনিধি-সমৃদ্ধ রাজ্যগুলোতে জয় পেয়েছেন ট্রাম্প ও বাইডেন দুজনই। তবে রিপাবলিকান দলের নিকি হ্যালি ভারমন্ট রাজ্যে জিতেছেন। নিকি হ্যালির এ বিজয়ে ট্রাম্পের কোনো বড় ক্ষতি না হলেও, সুপার টুইসডেতে তার শতভাগ সাফল্য হাতছাড়া হয়েছে। অন্যদিকে শুধু আমেরিকান সাওমোয়া নামক মার্কিন অঞ্চলে পরাজিত হয়েছেন জো বাইডেন। সেখানে স্থানীয় উদ্যোক্তা জেসন পালমারের কাছে ৫১-৪০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সুপার টুইসডেতে রিপাবলিকান দলের এক তৃতীয়াংশ প্রতিনিধিই প্রাইমারিতে ভোট দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ সত্ত্বেও বেশিরভাগ প্রতিনিধি পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে বেছে নিয়েছেন।

রয়টার্সের খবর অনুযায়ী, ট্রাম্প সহজেই জয় পেয়েছেন আলাবামা, আরকানসাস, কলোরাডো, মেইন, নর্থ ক্যারোলিনা, ওক্লাহোমা, টেনেসি, টেক্সেস ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। অন্যদিকে, জো বাইডেন সহজ জয় পেয়েছেন আলাবামা, আরকানসাস, কলোরাডো, আইওয়া, মেইন, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলিনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট এবং ভার্জিনিয়াতে।

বিজ্ঞাপন

ফলাফল স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প এবং বাইডেন একে অপরের বিরুদ্ধে তোপ দাগান। ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগো এস্টেটে দেওয়া এক বিজয়ী বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেন। জো বাইডেনকে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলেও অভিহিত করেন ট্রাম্প। ট্রাম্প বাইডেনের সমালোচনা করে বলেন, আমাদের শহরগুলো অভিবাসীদের অপরাধমূলক কর্মকাণ্ডে অচল হয়ে পড়েছে।

তবে বাইডেন অন্য সকল রাজ্যে জয় পেলেও তার বিরুদ্ধে বহু ‘আনকিমিটেড’ ভোট পড়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যে বাইডেনের বিরুদ্ধে ২০ শতাংশ ডেমোক্রেট আনকমিটেড ভোট দিয়েছেন।

সারাবাংলা/আইই

জো বাইডেন টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর