Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর নলকূপ বসাতে গিয়ে প্রাণ হারালেন ২ ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ১৩:২৪ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ১৬:১০

নরসিংদী: জেলার মনোহরদী উপজেলায় গভীর নলকূপ বসানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ দিকে শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুইভাই হলেন— রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)। তারা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন রুবেল মিয়া, রাকিবুলসহ ১০-১২ জন শ্রমিক। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুইভাই। এ সময় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, শুনেছি নলকূপ বসাসোর সময় বিদ্যুতায়িত হয়ে দুইভাই মারা গেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ নরসিংদী মনোহরদী উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর