Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাব ভালো— প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ১৩:১২ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ১৬:০৩

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দেশে বিরোধী দল রাজনীতির নামে সন্ত্রাসে লিপ্ত হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু যেহেতু এখানে দোষ চাপানোর রাজনীতি চলে, তাই এসব ঘটনার (সন্ত্রাস) সঙ্গে যারা জড়িত ছিল, তাদের ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করে; র‌্যাব ভালো কাজ করেছে।’

বুধবার (৬ মার্চ) রাজধানীর উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেড কোয়ার্টারে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় সন্ত্রাস, জঙ্গি ও মাদক নির্মূলে র‌্যাবের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী এই বাহিনীর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেন।

বিজ্ঞাপন

ঈদকে ঘিরে দেশে জাল নোটের দৌরাত্ম্য রুখতে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।

জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় র‌্যাবের কার্যকর ভূমিকা সবার প্রশংসা কুড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গি নির্মূল করে দেশে শান্তি ফিরিয়েছে তারা। দুর্গম পাহাড়ি অঞ্চলে জঙ্গিদের নেটওয়ার্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা।’

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের উপকার যারা করে, মানুষের নিরাপত্তা যারা দেয়; তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে অন্য একটি দেশ, এটি মেনে নিতে পারে না বাংলাদেশ। মনে রাখা উচিত, স্যাংশন (নিষেধাজ্ঞা) কখনও একতরফা হয় না। তারা পারলে আমরাও স্যাংশন দিতে পারি। কাজেই মনোবল ভাঙবেন না কেউ, আত্মবিশ্বাস নিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন।’

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে র‌্যাবকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘সমাজ থেকে মাদক দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারা মাদক সরবরাহ করছে, কোন কোন রুট দিয়ে দেশে ঢুকছে, সেসব অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমাদের দুর্ভাগ্য যে, রমজান মাসে সংযত না হয়ে এখানে কিছু মানুষ লোভী হয়ে ওঠেন। অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হতে হবে র‌্যাবকে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকেই আধুনিক করে গড়ে তোলা হয়েছে। র‌্যাব ত্রিমাত্রিক বাহিনী, সবকিছুর লক্ষ্য হলো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। র‌্যাবে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে, মহাপরিচালক পদক চালু করা হবে। আভিযানিক সক্ষমতা বাড়াতে সরকার সহায়তা করবে, বাহিনীগুলোকে আরো প্রশিক্ষিত হতে হবে।’

বিগত দ্বাদশ নির্বাচন নিয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় ছিল র‌্যাবসহ অন্য বাহিনীগুলো। যারা এখানে গণতান্ত্রিক ধারার অব্যাহত যাত্রা চায়নি, তাদের কাছে বিগত নির্বাচন ভালো লাগবে না। মনুষ্যসৃষ্ট কিংবা প্রাকৃতিক দুর্যোগ সবকিছুকে অতিক্রম করেই এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে।’

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এনআর/এমও

টপ নিউজ প্রতিষ্ঠাবার্ষিকী প্রধানমন্ত্রী র‍্যাব

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর