Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভ্রাটের ১ ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৬ মার্চ ২০২৪ ০৪:১০ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ০৯:৩৭

বিভ্রাটের এক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মেটার তিন পরিষেবা ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার পর থেকে এই তিন প্ল্যাটফর্মে পুনরায় ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা।

এর আগে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর থেকে অনেক ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে এসব অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে যায়। লগইন-এর চেষ্টা করা হলে ফেসবুক তা প্রত্যাখ্যান করে।

শুধু দেশে নয়, গোটা বিশ্বেই ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিভ্রাটের কবলে পড়েছিলেন। বিভ্রাট ইনস্টাগ্রামের পাশাপাশি মেসেঞ্জারেও প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও ফেসবুক কাজ করছে না বলে খবর দেয়। সেসব খবরে বিভিন্ন দেশেই একই সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানা যায়।

ফেসবুকের হঠাৎ এমন বিভ্রাটে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন ব্যবহারকারীরা। অনেকেই শঙ্কায় পড়েছিলেন, তাদের অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়ল কি না। এ অবস্থায় সবাই হোয়াটসঅ্যাপকে বেছে নিয়েছিলেন যোগাযোগের মাধ্যম হিসেবে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ ফেসবুক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর