Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদত্যাগ ছাড়া সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৬:৩৯ | আপডেট: ৫ মার্চ ২০২৪ ১৮:১০

ঢাকা: পদত্যাগ করা ছাড়া সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে মিরপুর পল্লবীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘সরকার যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের সামনে একটি পথ খোলা আছে, সেটা হলো, পদত্যাগ করে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা করা— এটাই আমরা চাই। প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে শান্তিপূর্ণ সহাবস্থানে সরকার ফিরে আসুক। এছাড়া সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই।’

আপনারা কি মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাচ্ছেন?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন বলে কোনো কথা নেই। যে নির্বাচন হয়েছে, এটা কোনো নির্বাচন নয়। শুধু বিএনপির নয়, আওয়ামী লীগের ভোটাররাও এই নির্বাচন বর্জন করেছে। এটা প্রহসন, নাটক ও সার্কাস। আজ সংসদ নাট্যশালায় পরিণত হয়েছে। সুতরাং সরকার যে পথে হাঁটছে, সেটা সঠিক পথ নয়’

‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন প্রতিনিধি দলের কাছে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ড. মঈন বলেন, ‘মহাসচিব একজন বয়োজোষ্ঠ্য ব্যক্তি। কোন নীতিবান লোক একজন সিনিয়র সিটিজেন সম্পর্কে এ ধরনের কথা বলতে পারেন, এটা আমি বিশ্বাস করি না।’

তিনি বলেন, ‘মহাসচিব তিন মাসের অধিক কারাগারে ছিলেন। তার শারীরিক অবস্থা আমরা সবাই জানি। সেই অবস্থায় যদি তিনি একটি লাঠি নিয়ে বেরিয়ে থাকেন সেটা প্রমাণ করে যে, কোনো রকমের জুলুম, নির্যাতন ও অত্যাচার কাউকে থামিয়ে রাখতে পারে না। আর বিদেশিদের সঙ্গে কে কথা বলে না? আমরা তো দেখেছি, সরকারও বিদেশে গিয়ে সহযোগিতা চেয়েছে।’

বিজ্ঞাপন

সরকারকে কি আরও সময় দেবেন, এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘সরকারকে সময় দেওয়ার বিষয় না। এই পরিস্থিতিতে কীভাবে রাজনীতি চলতে পারে? এই সরকার কী চায়? তারা কি নিজেরা জানে? তারা ক্ষমতায় মোহে অন্ধ হয় গিয়ে দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দিয়ে বিলাসবহল জীবন-যাপন করবে। এটাই কি রাজনীতির উদ্দেশ্যে? আজকে আওয়ামী লীগকে উপলদ্ধি করতে হবে যে, এভাবে সহিংসতার রাজনীতি দিয়ে এদেশ কোন পর্যায়ে কোথাও গিয়ে পৌঁছাবে?’

এসময় আমিনুল হক বলেন, ‘এই অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা ও ডামি নির্বাচন করেছে। আমাদের যে দাবি ছিল, এই একতরফা নির্বাচনে যাতে মানুষ ভোট দিতে না যায়। আপনারা দেখেছেন, প্রত্যেকটি ভোট কেন্দ্র খালি ছিল। কেউ ভোট দিতে যায় নাই। আমার মতে ২ শতাংশ মানুষ মাত্র ভোট দিতে গিয়েছিল। এই যে ভোট বর্জনের আহ্বান, এখানে বিএনপি নৈতিকভাবে জয়ী হয়েছে। সুতরাং দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ ড. মঈন খান পদত্যাগ বিএনপি সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর