Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে কাটা গাছের পাশে চারা রোপণ করে প্রতিবাদ

ইবি করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৬:১৭

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাটা গাছের পাশেই নতুন ৪টি চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। মঙ্গলবার (৫ মার্চ) পৌনে ১১টায় তারা চারা রোপণ করে প্রত্যেকটিতে ‘গাছ কাটা নিষেধ’ লেখা সংবলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন।

এদিকে দিনব্যাপী মঞ্চ তৈরির বিপক্ষে গণমতামত সংগ্রহ করেছে ছাত্র মৈত্রী ইবি শাখা। এতে শিক্ষার্থীরা ২ একাডেমিক ভবনের মাঝে মঞ্চ তৈরি নয়, বরং ক্যাম্পাসের অন্য কোনো স্থানে মঞ্চ তৈরির দাবি তাদের।

বিজ্ঞাপন

এছাড়া বেলা ১১টার দিকে কাটা গাছের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এদিকে সাড়ে ৩টার দিকে ৭ দফা দাবিতে ইবি সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) উপাচার্যের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষের দফতরে স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রশাসন মঞ্চ নির্মাণের জন্য দুইটি একাডেমিক ভবনের মাঝের জায়গাটি বেছে নিয়েছে যা একটি অযৌক্তিক সিদ্ধান্ত। মঞ্চ হবে খোলামেলা পরিবেশে একাডেমিক ভবনের পাশে নয়। এখানের তিনটি প্রাচীন গাছও কেটে ফেলছে প্রশাসন। এরকম ঠুনকো কারণে এই গাছগুলো কেটে ফেলায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শরীফ উদ্দীন বলেন, ‘জায়গা পরিষ্কার না হলে মঞ্চ তৈরির কাজ শুরু করা যাবে না। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ডিসিশন পেন্ডিং আছে। ভিসি স্যার ছুটিতে আছেন। তিনি ক্যাম্পাসে এলে সম্মিলিতভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

কাটা গাছ চারা রোপণ টপ নিউজ প্রতিবাদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর