Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বাসের চাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৬:১২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিনা বেগম (৫০) নামে এক নারীর নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে রোজিনা বেগম বাড়ি থেকে বের হয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কানাসাটগামী দ্রুতগতির আরপি রোকয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে গুরুত্বর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, দ্রুতগতির বাসটি সনাক্ত করে আটক করতে পুলিশ চেষ্টা করছে। নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

চাঁপাইনবাবগঞ্জ নারী নিহত বাস চাপায়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর