Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোডে অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ১ জন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৫:০৮ | আপডেট: ৫ মার্চ ২০২৪ ১৫:১৬

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বেইলি রোডের ভবনে আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউট থেকে আরও একজনকে ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে মোট ৯ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। বর্তমানে তিনজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের অবস্থাও উন্নতির দিকে।

মঙ্গলবার (৫মার্চ) দুপুরে বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতিয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ডা. তরিকুল ইসলাম বলেন, ঘটনার দিন প্রথমে ১৪ জন ইনস্টিটিউটে আসে। এর মধ্যে ১১ জনকে ভর্তি দেওয়া হয়। গত ২ মার্চ ছয়জনকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া ৩ মার্চ আরও দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তিনজন ভর্তি আছেন। তবে সবার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরও বলেন, ভর্তি তিনজনের ভিতর দুইজনের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা আছে। তাদের বিশেষভাবে কেয়ার নেওয়া হচ্ছে। ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালী ক্ষতি হওয়ায় এখনো শ্বাসকষ্ট রয়েছে। গলা ব্যাথাও রয়েছে। তাদের প্রয়োজন মতো অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে।

এছাড়া ঘটনার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন আহত হয়ে আসেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি দেয় চিকিৎসকরা।

এদিকে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. হবিবুর রহমান বলেন, বেইলি রোডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে এক নারীসহ দুটি মরদেহ রয়েছে। যার একজন অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন। অপরজন অজ্ঞাত। তবে দুটি মরদেহই শনাক্ত হয়েছে। মরদেহ ও তাদের দাবি করা স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ নমুনা মিলে গেলে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ বেইলি রোড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর