‘মিয়ানমারের ইস্যুতে আমরা কখনই আগ্রাসী ভূমিকায় যাবো না’
৫ মার্চ ২০২৪ ১৪:০১ | আপডেট: ৫ মার্চ ২০২৪ ১৫:১৭
ঢাকা: প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.) বলেছেন, ‘মিয়ানমারের পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকেই যাচ্ছে। তবে আমাদের ওপর আগ্রাসনের কোনো আশংকা দেখি না। তারপরও আমরা প্রস্তুত। আমরা বিশ্ব শান্তির জন্য কাজ করবো, আমরা কখনই আগ্রাসী ভূমিকায় যাবো না।’
মঙ্গলবার (৫ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেন, ‘আমাদের সিভিল মিলিটারি রিলেশনশিপ (সিএমআর) এটা যেন আরও উন্নত হয় সেজন্য আলোচনা হয়েছে। এই আলোচনা খুবই ফলপ্রসু ছিল। ডিসি সাহেব ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব এসেছে। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেব। ওনারাও (ডিসি-বিভাগীয় কমিশনার) চাচ্ছে আমাদের কাছাকাছি আসতে, আমরাও চাচ্ছি ওনাদের কাছাকাছি যেতে। আমাদের মধ্যে সৌহার্দ্য অনেক বেশি। ওনারা আমাদের এখানে ট্রেনিং করতে আসেন, আমরাও যাই। এতে আমাদের বন্ধুত্ব অনেক বেড়ে গেছে।’
জেলা প্রশাসকরা কি প্রস্তাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘তারা হেলিকপ্টারের ব্যবহারের বিষয়ে প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে মিয়ানমার সীমান্তে পরিস্থিতি অনেক উদ্বেগজনক। ওখানে সিভিল প্রশাসন যেমন সম্পৃক্ত, তেমনি বিজিবিও সম্পৃক্ত। সেনাবাহিনী ততটা সম্পৃক্ত নয়। কারণ এখনও যুদ্ধ লাগেনি, যে সেনাবাহিনী সম্পৃক্ত হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা কোনো সময় আগ্রাসী ভূমিকা নেবো না। কিন্তু আমরা প্রস্তুত, আমাদের ওপর যদি কোনোরকম আক্রমণ আসে, আমরা ব্যবস্থা নেবো। এট নিয়ে আলাপ হলো কিছু।’
এছাড়া ইলিশ মাছ ধরার বিষয়ে আলোচনা হয়েছে। পাশ্ববর্তী দেশ থেকে এসে ইলিশ মাছ ধরে নিয়ে যায়। ওটার ব্যাপারে নৌ-বাহিনী প্রধান বলেছেন, কি কি ব্যবস্থা নেবেন, তা নিয়ে আলাপ হয়েছে।
আপনাদের থেকে নির্দেশনা কি ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সামরিক বাহিনী তো স্বয়ংসম্পূর্ণ। আমরা চাচ্ছি, ওনাদের সাথে বিশেষ করে দুর্যোগপূর্ণ অবস্থায় একসঙ্গে কাজ করতে। আজকেই দেখা যাবে চিনির বাজারে চিনির দাম বেড়ে যাবে। কোথায় কার চিনির গুদামে আগুন ধরেছে, এটার ইফেক্ট হয়তো আসবে কিছুটা বাজারে, সেটি খুবই সামান্য আসার কথা। সেটি আমাদের মজুতের তুলনায় এক শতাংশও না। কিন্তু দেখা যাবে অসাধু ব্যবসায়ীরা ওটার অজুহাত দিয়ে চিনির দাম বাড়িয়ে দিয়েছে। এই ব্যাপারে বলা হলো, ওনারা যাতে নজর রাখে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকেও বলবো এগুলো মনিটরিং করতে।’
হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে নিরাপত্তা বিষয়ক এই উপদেষ্টা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা হেলিকপ্টার ব্যবহার অনেক কমিয়ে দিয়েছি। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে তেলের ওপর প্রভাব পড়েছে। যার কারণে হেলিকপ্টার ব্যবহার কমিয়ে দেওয়া হয়েছে। ডিসিরা বলছিলেন, তারা চাহিদা অনুযায়ী পান না। এটা হয়তো সাময়িক। তবে যেকোনো সময় যে কারো অসুবিধা হলেই হেলিকপ্টার সাপোর্ট দেওয়া হবে।’
ক্রস বর্ডার কিলিংয়ের বিষয়ে জানতে চাইলে তারেক সিদ্দিক বলেন, ‘এটা তো পরিকল্পিত কিছু না। এখানে দুই পক্ষেরই দোষ থাকে। আমাদেরও দোষ, বর্ডারের ওপারে যারা থাকে তাদেরও দোষ। এটাকে কিলিং না বলে ইনসিডেন্ট বলা যায়। চোরাচালানকারীরা এতটাই ফেরসাস হয় যে, মাঝে মাঝে তারা বিএসএফকে আক্রমণ করে বসে। তখন তারা গুলি করে বাধ্য হয়ে। আমাদের তরফ থেকেও গুলি হয় মাঝে মাঝে।’
তিনি আরও বলেন, ‘যেসব ঘটনা অর্থনীতির ওপর প্রভাব ফেলবে, সেদিকে আমরা বেশি সজাগ আছি। যেমন আগুন লাগা, এই লাগা, ওই লাগা এগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনীতির ওপর প্রভাব ফেলে। আবার অস্থিতিশীল পরিবেশ হয়, তখন বিনিয়োগকারীরা আসবে না। এসব ব্যাপারে আমরা সজাগ আছি। এছাড়া আর কোনো সমস্যা দেখি না। তবে আমাদের বৈদেশিক মুদ্রার যে সংকট হয়েছে, বাংলাদেশ ব্যাংক সেটি মোটামুটি নিয়ন্ত্রণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমরা সবাই যৌথভাবে কাজ করছি।’
এছাড়া ডিসিদের সঙ্গে কক্সবাজারসহ অন্য আবহাওয়া কেন্দ্রে রাডার সিস্টেম আধুনিকায়নের ব্যবস্থা, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় সিগন্যাল বাতিঘর স্থাপন, জরুরি অবস্থা/প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞতা/দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আর্মি-সিভিল যৌথ মহড়া (Search & Rescue Drill) আয়োজন, আর্মি ও সিভিল প্রশিক্ষণ কোর্সসমূহে (NDC, ACAD, SSC) পরস্পরের প্রশিক্ষণার্থী বাড়ানো, সীমান্ত সড়ক নির্মাণে সীমান্তবর্তী জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, সিভিল-মিলিটারি গাইডেন্স এবং এ সম্পর্কিত SOP যুগোপযোগীকরণের বিষয়ে আলোচনা হয়েছে।
সারাবাংলা/জেআর/এমও