মেসির সাথে খেলতে মায়ামিতে যোগ দিচ্ছেন নেইমার?
৫ মার্চ ২০২৪ ১৩:৪৭ | আপডেট: ৫ মার্চ ২০২৪ ১৪:৫৫
ইউরোপে নেইমারের উত্থান তার হাত ধরেই। বার্সেলোনায় মেসি-নেইমার জুটি দাপটের সাথে রাজত্ব করেছে বেশ কয়েক মৌসুম, জিতেছেন ট্রেবলও। বার্সার পর পিএসজিতেও মেসি-নেইমারকে একসাথে দেখেছেন ভক্তরা। এখন দুই তারকা আছেন পৃথিবীর দুই প্রান্তে। তবে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, আবারও মেসির সাথে একই ক্লাবে খেলতে ইচ্ছুক তিনি!
বার্সা ছেড়ে পিএসজিতে আসার পর নেইমার-মেসির দুজনেরই সময়টা ভালো কাটেনি। লিগ শিরোপা জিতলেও বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তাদের। ক্লাব ম্যানেজমেন্টের সাথে নানা দ্বন্দ্ব তো ছিলই। গত মৌসুমে পিএসজি ছেড়েছেন দুজনই। মেসি পাড়ি জমিয়েছেন মেজর সকার লিগের ইন্টার মায়ামিতে, নেইমার গিয়েছেন সৌদি প্রো লিগের আল হিলালে।
ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ক্যারিয়ারের এক পর্যায়ে আবারও মেসির সাথে খেলতে চান তিনি, ‘আশা করি আমরা আবার একসাথে মাঠে নামবো। লিও অসাধারণ একজন মানুষ। ফুটবলে তাকে সবাই চেনে। সে এখন সুখে আছে। সে সুখে থাকলে আমিও খুশি!’
ইনজুরির কারণে বেশ কয়েক মাস ধরেই মাঠের বাইরে আছেন নেইমার। আসন্ন কোপা আমেরিকাতেও থাকছেন না তিনি, মেসির সাথে মাঠে তাই দেখাও হচ্ছে না তার। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই নেইমারের।
গত বছর নেইমারকে জিজ্ঞাসা করা হয়েছিল কোথায় অবসর নিতে চান। নেইমার জানিয়েছিলেন, ব্রাজিলে অবসর নেওয়ার খুব একটা ইচ্ছা নেই তার। ব্রাজিলের কোনও ক্লাবে আর না খেলার সম্ভাবনার কথাই জানান সান্তোস থেকে উঠে আসা এই তারকা। তবে যুক্তরাষ্ট্রের কোনও ক্লাবেই ক্যারিয়ার শেষ করতে চান নেইমার। নেইমারের বার্সার বেশ কয়েকজন সাবেক সতীর্থ এরই মাঝে যোগ দিয়েছেন মেসির ক্লাবে। তাহলে কি সুয়ারেজ, আলবা, বুসকেটসেদের মতো নেইমারও যাবেন মায়ামিতে?
সারাবাংলা/এফএম