ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে নিষিদ্ধ করতে পারবে না কলোরাডো
৫ মার্চ ২০২৪ ১২:৫৫ | আপডেট: ৫ মার্চ ২০২৪ ১৪:৩১
বিদ্রোহ বিরোধী সংবিধানিকধারা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা করতে অঙ্গরাজ্যগুলোর প্রচেষ্টাকে বাতিল করছে দেশটির সুপ্রিম কোর্ট।
সর্বসম্মতভাবে গৃহীত এই রায়টি শুধুমাত্র কলোরাডো রাজ্যের জন্য হলেও তা অন্যান্য রাজ্যগুলোতে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগকে বাতিল করবে।
আগামী মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হওয়ার লড়াইয়ে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেছিল কলোরাডো। ২০২১ সালে দেশটির ক্যাপিটল হিলে হওয়া দাঙ্গাকে উস্কে দেওয়ার কারণে সিদ্ধান্ত নেয় রাজ্যটি।
তবে মার্কিন সুপ্রিম কোর্ট রায়ে বলেছেন, রাজ্যগুলোর পরিবর্তে সেই ক্ষমতা কেবল কংগ্রেসেরই রয়েছে। শীর্ষ আদালতের এ রায়ে ট্রাম্পের জন্য মঙ্গলবার কলোরাডোয় অনুষ্ঠিত দলটির প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করার পথ পরিষ্কার হলো।
ডোনাল্ড ট্রাম্প পাবলিকান দল থেকে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মন করা হচ্ছে।
সারাবাংলা/এনএস