Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১১:৪৫ | আপডেট: ৫ মার্চ ২০২৪ ১৪:১৮

গাজীপুর: জেলার শ্রীপুরে বেতন বৃদ্ধি ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে সৃষ্টি হয় তীব্র যানজট।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৭টা থেকে জমজম স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিকেরা উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

জসিম নামে এক শ্রমিক বলেন, ‘বেতন বৃদ্ধি, নতুন বেতন কাটামো বাস্তবায়ন এবং সঠিক সময়ে বেতন প্রদানের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। সব কারখানায় বেতন বাড়িয়েছে। আমাদের আগের বেতনই রয়ে গেছে। আমাদের বেতন কম দেওয়া হয়, আবার সময় মতো বেতন না দেওয়ার কারণে আমরা বাড়ি ভাড়াও ঠিকমতো দিতে পারছি না।’

সেলিম নামে একজন বলেন, ‘আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু এতে তারা কোনো সাড়া দিচ্ছে না। বেতন বৃদ্ধির কথা বললেই তালবাহানা শুরু হয়ে যায়।’

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সারাবাংলা/টিকে/এনএস

গাজীপুর টপ নিউজ মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর